Barak UpdatesHappeningsBreaking News

এমবিবিএস চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের রিপোর্ট করতে নির্দেশ

২৮ মার্চ: এমবিবিএস চূড়ান্ত বর্ষের পার্ট ওয়ান এবং পার্ট টু ছাত্রদের রবিবারের মধ্যে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ গুয়াহাটিতে মেডিক্যাল এডুকেশন সঞ্চালকালয়ে রিপোর্ট করতে হবে তাদের৷ সেখান থেকেই তাদের করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রশিক্ষণে পাঠানো হবে৷ প্রয়োজনীয় পাস এবং যাতায়াতের ব্যবস্থা সেখান থেকেই হবে৷ তবে যারা এই সময়ে গুয়াহাটিতে নেই, তাঁরা সংশ্লিষ্ট অঞ্চলের জেলাশাসকদের কাছে রিপোর্ট করবেন৷

জেলাশাসকরাই তাঁদের প্রশিক্ষণে পাঠানোর ব্যবস্থা করবেন৷ কেউ রিপোর্ট করতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে৷ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অভিভাবকদেরও এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছেলেমেয়েদের প্রশিক্ষণে পাঠাতে বলেছেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker