Barak UpdatesHappeningsBreaking News

32 persons who came from abroad gave self-declaration
বাইরে থেকে এসেছি, স্বেচ্ছায় জানালেন কাছাড়ের ৩২ জন

1208 persons including 32 from abroad quarantined for 14 days

২৭ মার্চ: কাছাড় জেলায় শুক্রবার একদিনে ৩২১ জনকে কোয়রান্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রে গোটা পরিবারকেই ১৪ দিনের জন্য ঘরবন্দি থাকতে বলা হয়েছে৷ এর মধ্যে ৩২ জন স্বেচ্ছায় গিয়ে তাদের বাইরে থেকে ঘুরে আসার কথা রিপোর্ট করেছেন৷ তাদের আরও ১৪ দিন কোয়রান্টাইনে থাকতে বলে দেওয়া হয়েছে৷

জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার  ২০৮ জনকে কোয়রান্টাইনে রাখা হয়েছে৷

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৫৬ জনের স্ক্রিনিং হয়েছে৷ এর মধ্যে দুইজন বিদেশ ফেরতও রয়েছেন৷ একজন দুবাই থেকে, আরেকজন এসেছেন হংকং থেকে৷ তাদের সহ সবার স্ক্রিনিং হয়েছে৷ এ ছাড়াও মোট ১১ জনের লালারস পরীক্ষা হয়েছে, সব ক্ষেত্রেই নেগেটিভ রেজাল্ট৷ তবু সতর্কতামূলকভাবে আইসোলেটেড রাখা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker