Barak UpdatesHappeningsBreaking News
Mizoram returned labourers kept in isolation by Karimganj administrationমিজোরাম ফেরত শ্রমিকদের পৃথক স্থানে রাখল করিমগঞ্জ প্রশাসন
২৭ মার্চ: মিজোরাম থেকে রওয়ানা হয়েছিল করিমগঞ্জের ১৫০ শ্রমিক৷ এই খবর জানাজানি হতেই বৃহস্পতিবার রাত থেকে বরাক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ শুরু হয়ে যায় নানা রকম চর্চা৷ তাদের আসামে ঢুকতে না দেওয়ার জন্য জোরালো দাবি ওঠে৷ বিভিন্ন মহল থেকে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হয়৷ লায়লাপুরে ছুটে যান অতিরিক্ত স্বাস্থ্যকর্মীরা৷ প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷
কারও দেহে করোনার সংক্রমণ দেখতে না পেয়ে তাদের কাছাড় জেলার ওপর দিয়ে করিমগঞ্জে যেতে হয়৷ কিন্তু আতঙ্ক কী আর তাতে কাটে! মাত্র দুদিন আগে মিজোরামে করোনা আক্রান্ত ধরা পড়ে৷ আরেক পাশের রাজ্য মণিপুরেও একজন সংক্রমণের ঘটনা ঘটেছে৷ তাই করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি মিজোরাম ফেরত শ্রমিকদের বাড়ি যেতে বারণ করে৷ ১৪ দিনের কোয়রান্টাইনের নির্দেশ দেন৷
তাদের নিয়ে রাখা হয় কচুদরম মডেল হাসপাতাল, জওহর নবোদয় বিদ্যালয় ও পাথারকান্দি মডেল হাসপাতালে৷ আনবুমাথান জানান, আরও ৮০ শ্রমিক মিজোরাম থেকে ফিরছেন৷ তাঁদেরও অন্যত্র কোয়রান্টাইন করা হবে৷