India & World UpdatesHappeningsBreaking News

Sachin Tendulkar donates Rs.50 lakh in fight against corona
করোনা মোকাবিলায় ৫০ লক্ষ সাহায্য দিলেন শচিন তেন্ডুলকর

২৭ মার্চ : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে দেশবাসী থেকে শুরু করে কেন্দ্র-রাজ্য প্রশাসন। কেন্দ্র এবং প্রতিটি রাজ্যই তৈরি করেছে ত্রাণ তহবিল। যে যার সাধ্যমত দান করছেন সেই তহবিলে। এগিয়ে এসেছেন রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদরা। এ বার এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকার। ত্রাণ তহবিলে দান করলেন ৫০ লক্ষ টাকা। কেন্দ্র এবং মহারাষ্ট্র সরকারকে পৃথকভাবে ২৫ লক্ষ টাকা করে দান করলেন মাস্টার ব্লাস্টার। এই টাকা তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।

একদিন আগেই সচেতনতার ভিডিও পোস্ট করেছিলেন সচিন। এরপরই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা করে দান করলেন শচিন। সূত্রের খবর, “সকলের মধ্যে সচেতনতা তৈরি করতে মাঝে মধ্যেই টুইটারে পোস্ট করছিলেন তিনি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ত্রাণ তহবিলে টাকা দেওয়ার। এর আগেও অস্ট্রেলিয়ার দাবানলে বিপুল পরিমাণে অর্থসাহায্য করেছিলেন তিনি। যেকোনও কঠিন মুহূর্তে সকলে মিলে লড়াই করার পক্ষেই বিশ্বাসী শচিন।”

গত মঙ্গলবার ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন নরেন্দ্র মোদি। সেদিন তিনি বলেছিলেন, “আমি দু’হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি। আপনি এই মুহূর্তে যেখানেই রয়েছেন। সেখানেই থাকুন।” একইসঙ্গে তিনি সকল দেশবাসীকে সতর্ক করে বলেছিলেন, আপনারা যদি এই ২১টা দিন নিজেকে ঘরবন্দি করতে না পারেন। তাহলে আপনারা ২১ বছর পিছিয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker