Barak UpdatesHappenings
দোকান খোলা রাখবেন ফুড গ্রেইনস মার্চেন্টরাFood grain merchants to keep open their shops
২২ মার্চ: ঝুঁকি নিয়ে হলেও দোকান খোলা রাখবে ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন৷ জেলাশাসকের নির্দেশ কি চেম্বার অব কমার্স, সবাই অত্যাবশ্যকীয় সামগ্রীকে তাদের অনুরোধ-নির্দেশের বাইরে রেখেছেন৷ ফলে দোকান বন্ধ রাখার তালিকায় চাল-ডাল-তেল ইত্যাদি থাকছে না৷ ফলে পাইকারি বা খুচরো, সমস্ত মুদী সামগ্রীর দোকান খোলা থাকবে৷
অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা প্রণব পালচৌধুরী বলেন, এই দুঃসময়ে দোকানপাট বন্ধ করে দিলে মানুষ কষ্ট পাবে৷ তাই কী করণীয়, অনেক আলোচনার পর স্থির হয়, দোকান খুলতে হবে৷ কিন্তু চতুর্দিকে যে আতঙ্ক বিরাজ করছে, তাতে দোকান খুলে রেখেও কতটা ব্যবসা হবে, বলা কষ্ট৷ গ্রামগঞ্জ থেকে মানুষ কতটা আসবে, এও এক প্রশ্ন৷
অন্তত মুদী দোকানের জিনিস আনা-নেওয়ার গাড়িগুলিকে যানবাহন চলাচল বন্ধের বাইরে রাখার পরামর্শ দেন প্রণববাবু৷ তাঁর কথায়, নইলে গ্রামেগঞ্জে প্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট দেখা দেবে৷ তিনি বলেন, মঙ্গলবার চিনির রেক আসছে৷ গাড়িতে চিনির বস্তা জায়গায় জায়গায় পৌঁছাতে হবে৷ সে জন্য তারা জেলাপ্রশাসনের সঙ্গে কথা বলবেন৷
প্রণববাবু জোর গলায় দাবি করেন, বরাক উপত্যকায় যে সব খাদ্যসামগ্রী রয়েছে, তাতে একমাস নির্দ্বিধায় কেটে যাবে৷ মজুত সঙ্কট দেখিয়ে কোনও জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হবে না৷