India & World UpdatesHappeningsBreaking News

করোনা আতঙ্ক: বলিঊডে ছায়াছবি ও সিরিয়ালের শুটিংও বন্ধ
Corona scare: Shooting of films & serials stopped in Bollywood

১৫ মার্চ : করোনা আতঙ্ক এবার বলিউডেও। আগামী ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সবধরনের শ্যুটিং। কলাকুশলীদের একাধিক সংগঠন এমন সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সবকিছুরই শ্যুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই শাহিদ কাপুরের ‘জার্সি’ এবং রণবীর, আলিয়া, অমিতাভের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং বন্ধ হয়েছিল। এবার বাকি সব সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজের শ্যুটিংও বন্ধ হতে চলেছে বলে জানা গিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে ভয়াল আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস। চিনের উহান শহর এর উৎসস্থল হলেও ইতালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব সহ মোট ১৩৫টি দেশে থাবা বসিয়েছে করোনা। ভারতেও আক্রান্তের সংখ্যা এখন ১০৭। মৃত্যু হয়েছে ২ জনের।

ইতিমধ্যেই ‘সূর্যবংশী’ ছবির রিলিজ ডেট পিছিয়ে দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। ইরফান খানের কামব্যাক ছবি ‘আংরেজি মিডিয়াম’ নতুন করে রিলিজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া। বেশ কিছু ছবির শ্যুটিংও বাতিল হয়েছিল করোনা আতঙ্কের জেরে। এবার ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলাকুশলীদের কয়েকটি সংগঠন।

সোশ্যাল মিডিয়ায় এমনিতেই অভিনেতাদের মাস্ক পরা ছবি ছড়িয়ে পড়েছে। সকলেই যে সুরক্ষার খাতিরে যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন সেকথা স্পষ্ট। এমনকি বছরের পর বছর ধরে চলে আসা অভ্যাসে বদল এনেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। রবিবার বিকেল মানেই বি বি’-র বাংলো জলসার সামনে জড়ো হন ভক্তরা। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার জন্য ভিড় করেন অগুনতি মানুষ। তবে এদিন টুইট করে বিগ বি নিজেই সকলকে অনুরোধ করেছেন কেউ যাতে বাংলো-র বাইরে ভিড় না করেন। পরিস্থিতি ঠিক হলে ফের ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। তবে টলিউডে এখনও পর্যন্ত শ্যুটিং বন্ধের কোনও খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker