India & World UpdatesHappeningsBreaking News
ফের সংসদ চত্বরের গান্ধীমূর্তির সামনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদেরDelhi violence: Congress holds protest near Gandhi’s statue in Parliament
৬ মার্চ : উত্তর-পূর্ব দিল্লিতে ‘হিংসার দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করুন অমিত শাহ’। এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে ফের সরব হল কংগ্রেস| শুক্রবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে অমিত শাহের পদত্যাগ চেয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস সাংসদরা।.
প্রতিবাদে সামিল হন সাংসদ রাহুল গান্ধী, গৌরব গগৈ, শশী থারুর, কার্তি চিদম্বরম প্রমুখ| দিল্লি-হিংসার প্রেক্ষিতে অমিত শাহের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন রাহুল-গৌরবরা। বৃহস্পতিবারই লোকসভার ৭ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছেন লোকভার স্পিকার ওম বিড়লা। লোকসভায় তুমুল হট্টগোলের কারণেই ধ্বনিভোটে পাশ করে ওই ৭ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়| শুক্রবার সকালে ওই ইস্যুতেও সুর চড়ান কংগ্রেস সাংসদরা।