India & World UpdatesHappeningsBreaking News

ওয়েইসির উপস্থিতিতে সভায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, গ্রেফতার তরুণী
Girl who shouted ‘Pakistan Jindabad’ on stage in presence of Owaisi arrested

২১ ফেব্রুয়ারি : বেঙ্গালুরুতে ফ্রিডম পার্কে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমিনের (এআইএমআইএম) চিফ আসাদউদ্দিন ওয়েইসির সমাবেশে এক যুবতী পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ায় পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের করা হয়। রিপোর্ট অনুসারে, অমূল্যকে ভারতীয় দণ্ডবিধির ধারা ১২৪(এ) (রাষ্ট্রদ্রোহের অপরাধ)-এর অধীনে মামলা করা হয়। কর্ণাটক পুলিশ অমূল্যকে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করবে। বিতর্ককারীদের বিরুদ্ধে হিন্দু-মুসলিম শিখ ইসাই ফেডারেশন সিএএ এবং এনআরসির বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত করেছিল। এই মেয়েটি মঞ্চে উঠে ‘পাকিস্তানি জিন্দাবাদ’ বলে ফেটে পড়ে। তত্‍ক্ষণাত্‍ ওয়েইসি এসে তার হাত থেকে মাইক ছিনিয়ে নেয়। তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করা হয়, কিন্ত সে না নেমে ওই স্লোগান দিতে থাকে।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার ‘সংবিধান বাঁচাও’-র ব্যানারে সিএএ ও এনআরসি বিরোধী সভায় ছিলেন আসাদুদ্দিন ওয়েইসি। এই স্লোগান শুনে পুলিশ এসে যুবতীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়। এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা তাকে বাধা দেওয়ার পর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয় সে। যুবতীর বাবা এই বিষয়ে ক্ষমা চান।

ওয়েইসি এই বিষয়ে বলেন, ‘আমি বা আমার দল কোনওভাবেই তাঁর সঙ্গে যুক্ত নই। আমরা তাঁর সমালোচনা করছি। সভার আয়োজকদের তাকে ডেকে আনা উচিত হয়নি। এমন জানলে আমি সেখানে যেতাম না। আমাদের শত্রুদেশ পাকিস্তানকে সমর্থন করি না। আমরা ভারতকে সুরক্ষিত রাখতে চাই। আমাদের জন্য ভারত জিন্দাবাদ। আমরা তাই বলব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker