Barak UpdatesHappeningsBreaking News

Cops without helmet fined after social media post by Silchar journalist
হেলমেট নেই, সোশ্যাল মিডিয়ার চাপে পুলিশকে জরিমানা

১১ ফেব্রুয়ারি: হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাচ্ছিলেন পুলিশ৷ সোমবার সন্ধ্যায় দেখতে পেয়েই ক্যামেরাবন্দি করে নেন সাংবাদিক প্রণবানন্দ দাশ৷ রাতেই ফেসবুক, ট্যুইটারে পোস্ট করেন৷ ডিজিপি, এডিজিপিকে ট্যাগ করেন৷ জেলাশাসক, পুলিশ সুপারেরও দৃষ্টি আকর্ষণ করেন৷

অজস্র মন্তব্য, শেয়ার, ফরোয়ার্ড, রি-ট্যুইট চলতে থাকে৷ সাধারণ জনতাই অনলাইনে মোটর সাইকেলের নম্বরের সাহায্যে রেজিস্ট্রেশন ডিটেলস বের করেন৷ দেখা যায়, মোটর সাইকেলটির মালিক হলেন মহম্মদ মাহমুদুর রহমান লস্কর৷

অ্যাডিশনাল ডিজিপি জিপি সিং ট্যুইটারেই রাতে প্রণববাবুকে বলেন, পুলিশ ব্যবস্থা নেবে৷ মঙ্গলবার সকালে জানান, কনস্টেবল মাহমুদুর রহমান লস্করের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ ততক্ষণে অবশ্য সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ছড়াছড়ি৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকে৷ প্রণববাবু বলেন, হেলমেট ছাড়া চললে সাধারণ জনতাকে জরিমানা করা হয়৷ এটা আপত্তির কিছু নয়৷  প্রয়োজনীয়ই৷ কিন্তু পুলিশকেও তো তা মানতে হবে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker