NE UpdatesHappeningsBreaking News
2 ULFA cadres nabbed in connection with Charaideo blastচরাইদেও বিস্ফোরণে জড়িত ২ আলফা ক্যাডার গ্রেফতার
৩০ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসে আসামের চরাইদেও জেলার তিয়কঘাটে হওয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দু’জন আলফা স্বাধীন গোষ্ঠীর ক্যাডারকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া দুজন আলফা ক্যাডার মানসজ্যোতি পদ্মাবত ওরফে বাস্তবজ্যোতি অসম (২৬) এবং চাও লাখি লংনো ওরফে রুবুল অসম (৩০) বলে সনাক্ত করা হয়েছে।
বাস্তবজ্যোতি অসম ২০০৯ সালে আলফায় যোগদান করে ও রুবুল অসম যোগ দেয় ২২০১৭ সালে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ক্যাডারের কাছ থেকে ৫.৫৬ এমএম এইচ কে ৩৩ একটি, ৩৩ রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগজিন জব্দ করা হয়। চরাইদেও-এর পুলিশ সুপার আনন্দ মিশ্র জানিয়েছেন, পুলিশ ও সেনার যৌথ অভিযানে আলফা স্বাধীন গোষ্ঠীর এই দুই ক্যাডারকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, এই দুই ক্যাডারকে আটক করার পর সেনা আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে এদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, চারাইদেও বিস্ফোরণের পর আলফা স্বাধীন গোষ্ঠির এই দুই সদস্য নাগাল্যান্ডে আত্মগোপন করেছিল।