NE UpdatesHappeningsBreaking News

Police suspect hands of ULFA(I) behind blasts
বিস্ফোরণে আলফা স্বাধীনকে দায়ী করছে পুলিশ

২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের সকালে বিস্ফোরণের জন্য রাজ্যের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত আলফা স্বাধীনকে দায়ী করছেন৷ তিনি বলেন, এরই মধ্যে পুলিশ তদন্তে নেমেছে৷ এখনও কোনও জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি৷

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই সব ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেন৷ তিনি জানান, পুলিশকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন৷

রবিবার সকালে কেঁপে ওঠে উজান অসম৷ ডিব্রুগড়ের গ্রেহেম বাজার গুরুদ্বারের সামনে ঘটে এক বিস্ফোরণ৷ সোনারিতে ফাটে আরেকটি৷ সেখানকার টিয়কঘাট এলাকা আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে৷ এক দোকানের সামনে এই বিস্ফোরণ ঘটানো হয়৷ মিলিক আলির দোকানের সামনে বাইকে চড়ে এসে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়ে পালায়৷ দুলিয়জান থানার সামনে আইইডি বিস্ফোরণ সকলকে ত্রস্ত করে তোলে৷ ডিব্রুগড়েও দুটো বিস্ফোরণ ঘটে৷ মারোয়ারি পট্টি ও ডুমডুমাকে বেছে নেয় জঙ্গিরা৷ তবে কোথাও কেউ জখম নেই৷ দুষ্কৃতীরা যে মানুষ মারার বদলে ভীতি সৃষ্টির মাধ্যমে অস্তিত্বের জানান দিতে চেয়েছে, তা স্পষ্ট৷

Also Read: 5 blasts rock Assam on the morning of Republic Day. প্রজাতন্ত্র দিবসের সকালে আসামের চার স্থানে ৫ বিস্ফোরণ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker