India & World UpdatesHappeningsBreaking News

New year comes with rising price of cooking gas
বছরের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম

১ জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ২০২০ সালের পয়লা তারিখেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ২১.৫০ টাকা। গত বছর আগস্ট মাস থেকে এ পর্যন্ত সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৪০ টাকা।

ভারতীয় তেল নিগম এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি ও মুম্বইয়ে ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছে যথাক্রমে ১৯ টাকা এবং ১৯.৫০ টাকা। এ বার থেকে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭১৪ টাকা এবং মুম্বইয়ের দাম ৬৮৪.৫০ টাকা। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু নতুন দাম ৭৪৭ টাকা এবং চেন্নাইতে গ্যাসের দাম বেড়েছে ২০ টাকা। ফলে নতুন দাম ৭৩৪ টাকা। ডিসেম্বরের শুরুতেও কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছিল ৭২৫ টাকা।

প্রত্যেক মাসে বদলে যায় গ্যাসের ভর্তুকির পরিমাণ। কারণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলো। কেন্দ্র সরকার বছরে বারোটি গ্যাসের ভর্তুকি দেয়। বারোটির বেশি সিলিন্ডার প্রয়োজন হলে গ্রাহকরা ভর্তুকি পান না। এ দিকে, বছরের প্রথমে রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ২০২০ সালে মধ্যবিত্তের সংসারে যে বড়সড় ধাক্কা আসতে চলেছে তা অনুমান করতে পারছেন আমজনতা। ইতিমধ্যেই বাজারে বিকোচ্ছে চড়া দামের পেঁয়াজ। শীতে সবজির মরশুমেও তরিতরকারির দামে লেগেছিল আগুন। তার মধ্যে এ বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন বছরের শুরুতেই চাপে সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker