NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

Govt to give 10 crore to Asom Sahitya Sabha, 5 crore to Bodos
অসম সাহিত্য সভাকে ১০ কোটি টাকা দিচ্ছে সরকার, বড়োদের ৫ কোটি

৩১ ডিসেম্বর: আন্দোলন থেকে অসম সাহিত্য সভাকে সরিয়ে আনতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ ইংরেজি নতুন বছরের প্রাক্কালে মঙ্গলবার তাঁদের ডেকে বৈঠকে বসেন৷ ঘোষণা করেন, সরকারি অনুদান হিসেবে অসম সাহিত্য সভাকে ১০ কোটি টাকা দেওয়া হবে৷ ওই টাকা সংগঠনের করপাস ফান্ডে জমা হবে৷ তা থেকে বছরে সুদ মিলবে ৮০ লক্ষ টাকা৷

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত  বৈঠকে এ দিন আমন্ত্রণ জানানো হয় বড়ো সাহিত্য সভা এবং অন্যান্য ২২টি জনগোষ্ঠীর সাহিত্য সভার কর্মকর্তাদেরও৷ মোটা অঙ্কের অনুদান মেলে তাদেরও৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বড়ো সাহিত্য সভাকে ৫ কোটি টাকা দেওয়া হবে৷ তা থেকে বছরে সুদ মিলবে ৪০ লক্ষ টাকা৷

এছাড়া, অন্যান্য জনগোষ্ঠীগুলির সাহিত্য সভা পাবে ৩ কোটি টাকা৷ এর বার্ষিক সুদও কম নয়৷ ২৪ লক্ষ টাকা৷ বৈঠকে ভাষাগৌরব প্রকল্পে উঠতি ১ হাজার লেখককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদানেরও সিদ্ধান্ত হয়৷ বিভিন্ন জনগোষ্ঠীর অনুদান প্রাপকদের তালিকা সংশ্লিষ্ট সাহিত্য সভাই তৈরি করবে৷ সভাশেষে সাহিত্য সভার কর্মকর্তারা অবশ্য জানান, সিএএ নিয়ে তাদের মধ্যে কোনও কথা হয়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker