Barak UpdatesHappeningsBreaking News

ট্রাফিক কন্ট্রোল! শিলচরে ওড-ইভেন নম্বরে ই-রিক্সা চলাচল শুরু
Traffic congestion! Odd-Even formula for e-rickshaw introduced at Silchar

২৫ ডিসেম্বর : শিলচর শহরে ই-রিক্সার জন্য একের পর এক ফরমান জারি করেও যখন লাভ হল না, তখন নতুন সিদ্ধান্ত নিল কাছাড়ের জেলা প্রশাসন। বলতে গেলে ই-রিক্সা চালকদের আন্দোলনের ফলেই জেলা প্রশাসন তথা পরিবহণ বিভাগ পিছু হটতে বাধ্য হয়েছে। প্রশাসনের নতুন সিদ্ধান্তে এ বার শহর শিলচরে ওড-ইভেন নম্বরে ই-রিক্সা চলবে। এতে শহরের যানজট কিছুটা নিয়ন্ত্রণ হবে বলে মনে করা হচ্ছে। এই নির্দেশ ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। জেলাশাসক জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্তের কথা জানানো হবে।

মঙ্গলবার বিষয়টি নিয়ে জেলাশাসকের কার্যালয়ে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলাশাসক লয়া মাদ্দুরির উপস্থিতিতে এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ব্রাঞ্চের সিটি ইন্সপেক্টর সহ ই-রিক্সা মালিক ও চালক সংস্থার প্রতিনিধিরা। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জোড়-বিজোড় রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে বুধবার থেকে শহরের প্রধান সড়কে ই-রিক্সা চলাচল শুরু হয়েছে। বৈঠকে কাছাড় ই-রিক্সা মালিক সংস্থা এবং ই-রিক্সা চালক কল্যাণ পরিষদের প্রতিনিধিদের জেলাশাসক বলেছেন, শহরের প্রধান রাস্তায় চলাচলের অনুমতি পাওয়া গেলেও চালকদের ড্রাইভিং লাইসেন্স জরুরি। প্রতিটি গাড়িতে রেজিস্ট্রেশন নম্বর না থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এ পর্যন্ত শিলচর শহরে মোট ১৪০০ ই-রিক্সা রয়েছে। ওড ও ইভেন নম্বরের ফলে প্রতিদিন ৭০০ ই-রিক্সা শহরের প্রধান রাস্তায় চলাচল করতে পারবে। তবে নতুন কোনও ই-রিক্সাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, শিলচর শহরের প্রধান রাস্তায় চলাচলের সুযোগ দেওয়া ও বিভিন্ন দাবিতে গত সোমবার বিশাল জমায়েত করে আন্দোলন করেছিলেন ই-রিক্সা মালিক ও চালক সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker