Barak UpdatesHappenings
বনধ বিরোধিতায় মাঠে ক্যাডার নামাবে না বিজেপি
সোমবারের ১২ ঘণ্টার বনধ কাছাড় জেলায় সম্পূর্ণ সার্থক করে তুলতে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। রবিবার সন্ধ্যায় তারা বাইক মিছিল করে শিলচর শহরবাসীর কাছে বনধ পালনের আহ্বান জানায়। শনিবার যুব কংগ্রেস নরেন্দ্র মোদির কুশপুুতুল দাহ করে বনধ ডাকার যৌক্তিকতা ব্যাখ্যা করে। বামেরাও হরতাল পালনের জন্য ক্যাডার নিয়ে কাজ করছে। সোমবার লাল ঝাণ্ডা নিয়ে তারাও যে অফিসপাড়া সহ বিভিন্ন এলাকায় পিকেটিং করবেন, তা জানা গিয়েছে।
বিজেপি বনধের বিরোধিতা করে বলে, পেট্রোল-ডিজেলের দাম নতুন করে ৮০ ছাড়ায়নি। মনমোহন সিংহের আমলেও একবার ৮১ টাকায় চড়েছিল। পরে নেমে আসে। ফলে হইহই করার কিছুই হয়নি। বনধ বিরোধিতায় নানা মন্তব্য করলেও বিজেপি নেতারা সোমবার মাঠে ক্যাডার নামাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তবে জোর করে কারও দোকান খোলা বা যানবাহন চালানোর চেষ্টা করা হলে তাঁরা এই ধরনের কাজ প্রতিহত করবেন বলে জানিয়ে দেন রাজদীপ রায় ও কৌশিক রায়।