NE UpdatesHappeningsBreaking News

রাজ্যের নতুন এনআরসি সমন্বয়ক হিসেবে নিয়োগ পেলেন বাবুলাল শর্মা
Babulal Sharma appointed as NRC State Coordinator as Hitesh Deb Sarma is on leave

৩০ নভেম্বর : রাজ্যের নতুন এনআরসি সমন্বয়ক হিসেবে নিয়োগ করা হলো বাবুলাল শর্মাকে। তিনি এনআরসি রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। নিয়োগের পর বিতর্ক সৃষ্টি হওয়ার জন্য এপর্যন্ত নতুন দায়িত্বে যোগদান করেননি দেবশর্মা।

অন্যদিকে, বাবুলাল শর্মা ৮৯ ব্যাচের এসিএস আধিকারিক। তিনি বর্তমানে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও রাজনীতি বিভাগের সচিব হিসেবে কর্মরত। এর আগে তিনি বঙ্গাইগাঁও এর জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগের সঞ্চালক হিসেবেও কর্মরত ছিলেন। একটি সূত্রে বলা হয়েছে, হিতেশ দেবশর্মা বর্তমানে ছুটিতে থাকায় বাবুলাল শর্মাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতীক হাজেলাকে সুপ্রিম কোর্ট বদলি করার পর ৯ নভেম্বর এনআরসি রাজ্য সমন্বয়ক হিসেবে সরকার হিতেশ দেবশর্মাকে নিযুক্তি দেয়। কিন্তু এই নিযুক্তির পর দেবশর্মার পুরনো কিছু ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁকে সাম্প্রদায়িক লোক বলেও চিহ্নিত করা হয়।

তাঁর এই ফেসবুক পোস্টের জন্যই বেশ কিছু দল সংগঠন তাঁকে এই পদ থেকে বাতিল করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানায়। বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক তাঁকে এই পদ থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে চিঠি লেখেন। পরবর্তীতে সরকারই তাঁকে এই পদে যোগদানের বিষয়টি স্থগিত রাখে। এরপরই ১৬ নভেম্বর হিতেশ দেবশর্মা এক মাসের জন্য ছুটিতে যান বলে খবর প্রকাশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker