Barak UpdatesHappeningsBreaking News
কাবুগঞ্জে ড্রাগস বাজেয়াপ্ত, ধৃত ১
Mission narcos continues, drugs seized at Kabuganj, 1 arrested

২৮ নভেম্বরঃ কাছাড় পুলিশের মিশন নারকোস অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ অভিযান চালানো হয় কাবুগঞ্জে। ধরা পড়ে আরিফ উদ্দিন তালুকদার নামে এক ড্রাগস পাচারকারী। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সার্কল ইন্সপেক্টর ক্ষীরোদ বৈশ্যের নেতৃত্বে পুলিশদল আরিফকে ঘিরে ফেলে। তবে তার সঙ্গে কিছু মেলেনি। টানা জিজ্ঞাসাবাদের পর সে ড্রাগস পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। নিজেই পুলিশকে তার বাড়ি নিয়ে যায়। বের করে দেয় ড্রাগস ভর্তি ৫০টি ছোট কৌটো। ১৫টি ফাঁকা কৌটো, ৩টি প্লাস্টিক বক্স এবং তার মোটর সাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্ত ক্ষীরোদবাবুকে সফল নেতৃত্ব প্রদানের জন্য অভিনন্দন জানান। তিনি ড্রাগস সহ যে কোনও ধরনের মাদকের ব্যাপারে কোনও তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর জন্য সাধারণ জনতার উদ্দেশ্যে আহ্বান জানান।৮৪৭২০৮৬৬৫৬ বা ৯৬৭৮৩৫৪০৯১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। কোনও তথ্য জানালে পরিচয় গোপন রাখার ব্যাপারে পুলিশের অঙ্গীকারের কথাও তিনি উল্লেখ করেন।