NE UpdatesBarak UpdatesBreaking News

২৫ নভেম্বর যাত্রা শুরু হচ্ছে ডিফু মেডিক্যাল কলেজের
Diphu Medical College to be inaugurated on 25 November

২২ নভেম্বর : আগামী ২৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করছে ডিফু মেডিক্যাল কলেজ। ডিফুতে এক সাংবাদিক বৈঠোক করে এ কথা জানিয়েছেন প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেনডেন্ট ডাঃ সুমিত্রা হাগজার। তিনি জানান, একইসঙ্গে চালু হচ্ছে মেডিক্যাল কলেজের ওপিডি অর্থাৎ আউট পেসেন্ট ডিপার্টমেন্ট। ওপিডি খোলা থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল দুটো পর্যন্ত। তিনি আরও জানান, ইমারজেন্সি সার্ভিস ও কঠিন সমস্যাজনিত বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে ডিফু সিভিল হাসপাতালে। নতুন মেডিক্যাল কলেজ যাত্রা শুরুর সময় আমরা একটা সংযোগ সময়ে রয়েছি। ধাপে ধাপে এটিকে একটি পূর্ণমাত্রার মেডিক্যাল কলেজ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেছেন, ‘সবার আগে আমরা ওপিডি সার্ভিস শুরু করব।’ এতে রোগীদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, এক্সামিনেশন, টেস্ট ইত্যাদি করা হবে। তিনি এও বলেন, রজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রথমে মেডিক্যাল কলেজে আগামী ২৫ নভেম্বর থেকে বর্হিবিভাগ চালু করার নির্দেশ দিয়েছেন। এজন্য জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এই খবরটি পৌছে দিতে তিনি সবার কাছে আহ্বান জানান।

দ্বিতীয় পর্যায়ে মেডিক্যাল কলেজের রোগীদের ডিফু সিভিল হাসপাতাল থেকে ডিফু মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হবে। চূড়ান্ত পর্যায়ে ডিফু সিভিল হাসপাল থেকে অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি ও হাসপাতালের অন্যান্য সাজ-সরঞ্জাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে। তখন এটি একটি সর্বাত্মক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রিন্সিপাল আরও বলেছেন, রোগীদের সিভিল হাসপাতাল থেকে চেক-আপের জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। সিভিল হাসপাতালের চিকিতসকরা হবেন ডিফু মেডিক্যাল কলেজের অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা। ওষুধ সম্পর্কে বলতে গিয়ে ডাঃ হাগজার জানান, হাসপাতালের ফার্মাসি ইতিমধ্যেই মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ফলে সেখানেই ওষুধ পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker