Barak UpdatesHappeningsBreaking News

কাটাখালে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে অবরোধ, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টার আশ্বাসে প্রত্যাহার
Road blocked at Katakhal after a woman killed in street accident, road opened after assurance from Press Advisor to CM

১৭ নভেম্বর : কাটাখাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলা ৪৫ বছরের সোনাবিবি চৌধুরী। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে জাতীয় সড়ক। সে সময় সড়কপথে করিমগঞ্জ যাওয়া মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী উত্তেজিত জনতাকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে অবশ্য অবরোধ তুলে নেন স্থানীয় জনগণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিলচর থেকে কাটাখাল অভিমুখে যাওয়া একটি বলেরো গাড়ি কাটাখাল বাইপাসে দ্রুতগতিতে এসে শালচাপড়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সোনাবিবি চৌধুরীকে ধাক্কা মারে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মৃতের ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে সেখানে ছুটে যান শালচাপড়া পিপির ইনচার্জ। তিনি উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে অবরোধ থেকে কেউ সরে আসেননি।

তখনই করিমগঞ্জে প্রেস দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সেখানে পৌছান হৃষিকেশ গোস্বামী। তিনিও অবরোধে আটকে যান। এ অবস্থায় তিনি গাড়ি থেকে নেমে পুরো বিষয়টি শুনে টেলিফোনে তা জানান ডিজিপিকে। এরপর কাছাড়ের জেলাশাসকের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে। তাদের কাছ ত্থেকে আশ্বাস পেয়ে জনগণ অবরোধ প্রত্যাহার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker