Barak UpdatesBreaking News
সোশ্যাল মিডিয়া নিয়ে আশঙ্কার কথাই উঠে এল জাতীয় প্রেস দিবসে, সংবর্ধিত ৯The apprehensions involving social media came up prominently in National Press Day programme at Silchar
১৬ নভেম্বর: প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে ছাপিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া৷ মুহূর্তে খবর ছড়িয়ে পড়ছে হাতে হাতে৷ এটা সমাজের জন্য কতটা মঙ্গল, প্রশ্ন উঠেছে জাতীয় প্রেস দিবসে শিলচরে আয়োজিত অনুষ্ঠানে৷ রাজ্য পর্যায়ের কর্মসূচি এবার বরাক উপত্যকায় উদযাপন করা হয়৷ সেখানেই চর্চা হয়, সোশ্যাল মিডিয়া সাংবাদিকতার পেশাকে কতটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে৷ প্রধান বক্তা আইআইএমসির অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল কেজে সুরেশ বলেন, সোশ্যাল মিডিয়ার কোনও দায়বদ্ধতা না থাকায় এরা যা শুনল তাই হোয়াটস অ্যাপ, ফেসবুকে লিখে দেন৷ তাতে সংবাদের চেয়ে বিভ্রান্তিই বেশি হয়৷ সমাজে হিংসা ছড়ায়, উত্তেজনা বাড়ে৷
নানা সরস গল্পের সাহায্যে সুরেশ বলেন, এরা সাংবাদিকতার কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে৷ একদিকে সাংবাদিকদের বড় অংশ রিপোর্টিংয়ের জন্য ঘটনাস্থলে যাওয়া ভুলে গিয়েছেন৷ তারা সোশ্যাল মিডিয়াকে ভর করে কাজ চালিয়ে দেন৷ অন্যদিকে যারা প্রকৃতই কাজটা করতে চান, তাদের সংবাদ ছেড়ে এর গভীরকে খুঁজে বেড়াতে হয়৷
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী৷ তিনি সাংবাদিকদের কাছে গঠনমূলক, ইতিবাচক সাংবাদিকতা প্রত্যাশা করেন৷ বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এমন রাজ্য পর্যায়ের অনুষ্ঠান শিলচরে আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ধন্যবাদ জানান৷
তাঁর কথায়, সোনোয়াল যে মনেপ্রাণে বরাক-ব্রহ্মপুত্রকে এক সুতোয় বাঁধতে চান, এই অনুষ্ঠানই এর প্রমাণ৷ সাংবাদিকদের নানা অবদানের কথা ঊল্লেখ করে বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর ও শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় ও বিধায়ক দিলীপকুমার পাল৷
এদিনের অনুষ্ঠানে বরাকের মোট নয়জন সাংবাদিককে সম্মান জানানো হয়৷ তাঁরা হলেন অতীন দাশ, শান্তনু ঘোষ, হবিবুর রহমান, অশোক ভট্টাচার্য, সন্তোষ মজুমদার, দেবদাস পুরকায়স্থ, পরেশ দত্ত, নীলোৎপল চৌধুরী এবং স্বদেশ বিশ্বাস৷