Barak UpdatesBreaking News

সম্মিলিতের স্বাক্ষর অভিযানে যোগ দিলেন পদত্যাগী সদস্যরাও
Opinion divided, yet all take to the streets for larger cause: Save Gandhi Bagh

১৮ অক্টোবর : সেই সাংগঠনিক ভাঙা সম্পর্ক এখনও জোড়া লাগেনি। কিন্তু তার আগেই দেখা গেল ঐক্যের ছবি। শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ থেকে গত কয়েকদিনে যারা বেরিয়ে গেলেন, শুক্রবার তাদেরই কয়েকজন গান্ধীবাগ ইস্যুতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামলেন। সংগঠনে নানা বিষয়ে মতভেদ থাকলেও শিলচর শহরের উন্নতির প্রশ্নে সবাই যে এক, তা-ই এ দিন দেখা গিয়েছে। এ সত্যিই এক দৃষ্টান্তস্বরূপ।

সম্মিলিত মঞ্চের এই দলত্যাগীদের মধ্যে এ দিন সামিল ছিলেন সম্মিলিত মঞ্চের প্রাক্তন সভাপতি আশিস ভৌমিক (চেতনা), সহ-সভাপতি নিখিল পাল (সাধারণ সম্পাদক, রূপম), অশোক রাজকুমার (সাধারণ সম্পাদক দশরূপক), চিত্রাঙ্কনা ভৌমিক, নয়না চৌধুরী (সদস্য, দশরূপক), বিশ্বজিত নাথ সমাজপতি (পূবালী) এবং সাংস্কৃতিক সংগঠক ডাঃ রাজীব কর (ব্যক্তি সদস্য)।

এছাড়াও ছিলেন মঞ্চের সম্পাদক অজয় কুমার রায়, শেখর দেবরায়, পান্না ধর ও বিশ্বজিত দাস। ফোরাম ফর স্যোশাল হারমোনির পক্ষে ছিলেন মানস দাস, অরূপ বৈশ্য, প্রদীপ নাথ, অরিন্দম দেব, সাহিদুল হক্, নেতাজি ফাউন্ডেশনের ছিলেন জয়দীপ ভট্টাচার্য, ছিলেন সমাজকর্মী পার্থ প্রতিম দাস, সংবাদকর্মী দিলীপ সিং, তমোজিত সাহা প্রমুখ। এতে সামিল হন পথচলতি প্রচুর মানুষও।

এ দিন এই অভিযান শুরু হয় শহরের দেবদূত পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে শুরু করে অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্ট, ভাওয়াল পয়েন্ট ও গোলদিঘি মল পয়েন্টে পথ সভা করে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এ দিন সব মিলিয়ে ১১২৩ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়। পথসভায় বক্তব্য রাখেন অরিন্দম দেব, নিখিল পাল, প্রদীপ নাথ, বিশ্বজিত নাথ সমাজপতি, দিলীপ সিং, শেখর দেবরায়। এই স্বাক্ষর সংগ্রহ অভিযানের আহ্বায়ক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও ফোরাম ফর স্যোশাল হারমোনি।

উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী অনুষ্ঠান ২১ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে ৪টায় গোলদিঘি মলের সামনে থেকে শুরু হবে। অম্বিকাপট্টি হাসপাতাল রোড পয়েন্ট, গোপীনাথ পয়েন্ট হয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্টে গিয়ে শেষ হবে। হবে লিফলেট বিতরণ, চলবে পথসভা ও স্বাক্ষর সংগ্রহ। মাসব্যাপী চলবে এই আন্দোলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker