Barak UpdatesBreaking News
দু;স্থদের বস্ত্র বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘBharat Sevashram distributes clothes among needy
৪ অক্টোবর : শতাধিক দুঃস্থকে বস্ত্র বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘ। বৃহস্পতিবার সেবাশ্রম সংঘের পক্ষে দুধপাতিল চা বাগানে হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দ সুবিধাপ্রাপকদের হাতে নতুন কাপড় তুলে দেন। উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ সহ অন্যান্য সমাজকর্মী।
স্বামী মৃন্ময়ানন্দজি বলেন, শারদীয়া উৎসবের আনন্দ যে যার মতো করে উপভোগ করেন। লোকাচার অনুযায়ী নব বস্ত্র পরিধান করে পুষ্পাঞ্জলি দেন মায়ের চরণে। তবে অনেকে আছেন যাঁরা আর্থিক দিক দিয়ে দুর্বল। নতুন কাপড় কেনার ক্ষমতা নেই। ভারত সেবাশ্রম সংঘ সে সব মানুষকে বাছাই করে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করে।