India & World UpdatesBreaking News

আগরতলা থেকে বিমান পরিষেবা বাতিল স্পাইস জেটের
Spicejet services discontinued in Agartala: Tripura CM seeks help from centre

স্পাইস জেট অথরিটি আগরতলা বিমানবন্দর থেকে তাদের পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ সেপ্টেম্বর থেকেই এই সিদ্ধান্ত বলে একটি বিশেষ সূত্র জানিয়েছে। প্রচুর সংখ্যক রাজস্ব ঘাটতির জন্যই কোম্পানির এই সিদ্ধান্ত বলে জানা যায়। কোম্পানির যে সব কর্মচারী এই বিমানবন্দরে কর্মরত তাদের চাকরিও বর্তমানে অসুরক্ষিত হয়ে পড়েছে।

এরপরই ত্রিপুরা সরকার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের সঙ্গে কথা বলেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্যক্তিগতভাবে এ ব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহার সঙ্গে কথা বলেন। স্পাইস জেট অথরিটি গত ১১ জুলাই বিমানবন্দর সঞ্চালককে এক চিঠিতে বলেছেন, ১ সেপ্টেম্বর  থেকে তারা ওই রুটে আর বিমান চালাচ্ছেন না। তবে এর জন্য কোম্পানি তেমন কোনও জুতসই কারণ দেখায়নি। এর আগে ২০১২ সালে জেট এয়ারওয়েজ আগরতলা থেকে তাদের পরিষেবা তুলে নিয়েছিল।

তবে স্পাইস জেটের এই সিদ্ধান্তে আগতলার বিমান যাত্রীদের নতুন করে সমস্যায় ফেলেছে। কারণ আগরতলা থেকে কলকাতা পর্যন্ত প্রতিদিন বিমানযোগে বহু যাত্রী যাওয়া আসা করেন। একটি সূত্রে জানা গেছে, টিকিটের হারে ছাড় দেওয়ার ফলে বিমান সংস্থাগুলো বিমান চালিয়ে তেমন লাভের মুখ দেখছে না। আর সেজন্যই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বর্তমানে এয়ারইন্ডিয়া ও ইন্ডিগো আগরতলা থেকে বিমান চালাচ্ছে। ইন্ডিগো আগরতলা থেকে সরাসরি কলকাতা, গুয়াহাটি, ইম্ফল ও শিলচরে বিমান চালাচ্ছে।

SpiceJet authority in a letter on July 11 informed Airport Director to stop operation in the sector from September 1 and that it will operate the last flight on August 1. The letter did not provide any specific reason for the suspension of flights. This has created great problem for the people over there.

In this regard, Biplab Kumar Deb, Chief Minister of Tripura has urged Union Civil Aviation Minister Suresh Prabhu to ensure continuity of SpiceJet service to Agartala-Kolkata and Kolkata-Agartala routes keeping in mind the rush of passengers. Speaking to newspersons, the Chief Minister said that the Civil Aviation Minister has assured him that he will do the needful so that air connectivity to Tripura does not get affected.

Earlier Jet Airways withdrew from Tripura in 2012 followed by a few other small airlines. Sources said despite providing concessions in many ways, private airlines were showing reluctance for being unable to make large profit in flight operations in the region. Indigo and Air India are two other airliners which are operating in Tripura.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker