Barak UpdatesBreaking News
মণ্ডপ ও প্রতিমা কারিগরদের নিয়ে শর্টফিল্ম হোয়াইট সেডোর, উধারবন্দে ষষ্ঠীতে মুক্তি‘White Shadow’ to release short film on efforts behind Durga Utsab at Udharbond on Sasthi
১ অক্টোবর : দুর্গোৎসবকে সামনে রেখে আগামী ৪ অক্টোবর ষষ্ঠী তিথিতে মুক্তি পেতে চলছে হোয়াইট সেডোর নুতন শর্টছবি “মা এর আগমন”। এ দিন সন্ধ্যা ৫টায় উধারবন্দের কালীবাড়ি রোডের মণ্ডপে ছবিটি উন্মোচিত হবে।
ছবিটি কালীবাড়ি রোডের মণ্ডপের উপরে এ-বি স্ক্রিনে ষষ্ঠী, সপ্তমী ও অষ্ঠমী তিথিতে এটি দেখানো হবে। হোয়াইট সেডোর প্রতিষ্ঠাতা জিৎ দাসগুপ্ত (বিপ্লব), সহ-প্রতিষ্ঠাতা বিশাল তালুকদার , মার্কেটিং ম্যানেজার প্রীতম রায়, আর্ট ডাইরেক্টর দেবাশিস দেব জানান, এই ছবিটি তৈরি করা হয়েছে কালীবাড়ি রোড সর্বজনীন পুজা কমিটির উপর।
এর মূল উদ্দেশ্য হচ্ছে, দুর্গাপূজার আগে কারিগর কীভাবে দিনরাত কষ্ট করে প্রতিমা ও মণ্ডপ তৈরি করে। যতদিন মণ্ডপ ও প্রতিমার কাজ সম্পূর্ণ না হয়, ততদিন তাদের চোখের ঘুম উবে যায়। কীভাবে তারা দিনরাত এক করে প্রতিমা ও মণ্ডপ তৈরি করছেন। পুজোর আয়োজন করতে কমিটির কর্মকর্তাদের ব্যবস্থাও এই ছবিতে তুলে ধরা হয়েছে বলে জানান তারা।