Barak UpdatesHappeningsBreaking News
রাঙ্গিরখাড়িতে পিকেটিং, ভোরেই বিপাকে মানুষEarly morning picketing at Rangirkhari, people face trouble
৬ সেপ্টেম্বর: বনধ হবে কি হবে না, এই সংশয়ের মধ্যেই রাঙ্গিরখাড়িতে পিকেটিং শুরু করেছে তোগাড়িয়াপন্থী আন্তর্জাতিক হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দল। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ভোর সাড়ে পাঁচটায় বাঁশ ফেলে রাস্তা আটকে দেয় ৫-৬ জন যুবক। তাতে ভোরেই বিপাকে পড়েছেন মানুষ। বেলা বাড়তেই কিছু পিকেটার মোটর সাইকেলে চেপে রংপুরে গিয়ে সমস্ত যানবহন আটকে দেয়
তোগাড়িয়াপন্থীদের অসম বনধ নিয়ে সাধারণ জনতা দুদিন ধরেই বিভ্রান্তিতে। বরাকের কোথাও বনধের প্রচার ছিল না । এমনকি, স্থানীয় পত্রিকায় কোনও বিবৃতি পর্যন্ত পাঠায়নি বনধের আহ্বায়করা। ফলে মানুষ নানা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে আসেন। বেশি সমস্যায় পড়তে হয় স্কুলছাত্র ও তাদের অভিভাবকদের ।
রাস্তায় আটকে পড়া জনতার প্রশ্ন, ১৯৫১ সালের নথির ভিত্তিতে এনআরসি তৈরির দাবিতে বরাক উপত্যকায় কী করে বনধ পালিত হয়? পিকেটারদের কতজনের ৫১-র নথি রয়েছে, সে কথাও চর্চা করেন তারা । তবে সবই নিজেদের মধ্যে । মাথায় গেরুয়া কাপড় বাঁধা পিকেটারদের এ প্রশ্ন কে আর জিজ্ঞেস করে!