Barak UpdatesBreaking News
সিলিন্ডার বোঝাই লরি উল্টে ক্ষেতের জমিতে, জখম চালক
Truck full of cylinders fell down from the road, driver injured

২৮ আগস্ট : কাছাড় জেলার বড়খলা বটলিং প্ল্যান্ট থেকে শিলচর আসার পথে সিলিন্ডার বোঝাই একটি লরি বুধবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলিন্ডার নিয়ে লরিটি শিলচরে আসার পথে বড়খলার উজাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সড়কের পাশে সাইডবাম না থাকার জন্যই লরিটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে লরিতে থাকা সিলিন্ডারগুলো ক্ষেতের জমিতে ছড়িয়ে পড়ে।
বেশ কিছু সিলিন্ডার পড়ে নষ্ট হয়েছে বলেও জানা যায়। এলাকাবাসী জানিয়েছেন, লরির ভেতরে থাকা চালক ও সহচালক জখম হয়েছেন। এদের বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।