Barak UpdatesBreaking News
পৌষমেলা আয়োজন করছে সর্বোদয় ট্রাস্ট, সিদ্ধান্ত সভায়Sarvodaya Trust to organise Poush Mela at Silchar
১৯ আগস্ট : স্বাধীনতা সংগ্রামী প্রয়াত শচীন্দ্র মোহন দত্তের (লাকুদা) প্রতিষ্ঠিত সর্বোদয় ট্রাস্টের এক জরুরি সভা মালুগ্রাম গান্ধীঘাটের সর্বোদয় বিদ্যালয়ে আয়োজিত হয়। ট্রাস্টের সভাপতি ড. সুখময় ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পালচৌধুরী, কোষাধ্যক্ষ অশোক কুমার দেব, সদস্যদের মধ্যে ভাস্কর দত্ত, শান্তনু দাশ, রঞ্জিত নাগ, অতনু চৌধুরী, রামেন্দু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বোদয় বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণে বাউন্ডারি ওয়াল তৈরি করা সহ আরও অন্যান্য বিষয়ে জেলাশাসকের দেওয়া আশ্বাস নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। তাছাড়া, পৌষ মাসে সর্বোদয় বিদ্যালয়ের মাঠে পৌষমেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সুন্দর ও সফল মেলা আয়োজনে আগে থেকে প্রস্তুতি শুরু করার ব্যাপারেও একসুরে কথা বলেন সবাই। প্রসঙ্গত, প্রয়াত শচীন্দ্র মোহন দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক শুভানুধ্যায়ী এই ট্রাস্টের সঙ্গে সহযোগিতা করে চলেছেন। অংশ নিচ্ছেন সেবামূলক কাজেও।
এরকম আট জনকে ১৮ আগস্টের সভায় এই আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে আরেকটি প্রস্তাব নেয় ট্রাস্ট। আমন্ত্রিত সদস্যদের মধ্যে রয়েছেন জয়জিৎ বিশ্বাস, জয়দীপ ধর, পীযুষ চক্রবর্তী, শান্তনু নন্দন ভট্টাচার্য, মলয় চক্রবর্তী,বিকাশ কৃষ্ণ দে, রাজীব দেব, জগদীশ দাস ও অভিজিৎ দাম।