India & World UpdatesBreaking News
নতুন জম্মু-কাশ্মীর আত্মপ্রকাশ করেছে, জাতির উদ্দেশে মোদির ভাষণPM Modi addresses Nation, says Jammu and Kashmir now integrated with India in the truest sense
৮ আগস্টঃ নতুন জম্মু-কাশ্মীর আত্মপ্রকাশ করছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এ কথাতেই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৩৭০ অনুচ্ছেদে বিশেষ মর্যাদা থাকায় এত দিন জম্মু-কাশ্মীরের কী ক্ষতি হয়েছে, এবং এখন সেই ধারা বিলুপ্তির পর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় রাজ্যবাসীর কী লাভ হবে— সে সব প্রতিশ্রুতির ডালি তুলে ধরলেন জম্মু-কাশ্মীর ও লাদাখবাসীর সামনে। বোঝানোর চেষ্টা করলেন, অন্ধকার যুগ থেকে আলোর পথে পা বাড়িয়েছে উপত্যকা।
৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পর এই প্রথম বক্তব্য নরেন্দ্র মোদির। জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘‘৩৭০ ধারা কার্যকরী থাকায় জম্মু-কাশ্মীর পেয়েছে শুধু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, পরিবারবাদ এবং দুর্নীতি। জনকল্যাণে সংসদে যে সব আইন তৈরি হত, তা কার্যকরী হত না উপত্যকায়। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পেতেন না। এমনকি, চাকরিতে সংরক্ষণ, তথ্য জানার অধিকারের মতো আইনও সেখানে কার্যকরী ছিল না। সেই সব থেকে মুক্ত হয়ে এক নতুন জম্মু-কাশ্মীর আত্মপ্রকাশ করেছে।’’ কেন্দ্রের অধীনে থাকায় এখন জম্মু-কাশ্মীরে পরিকাঠামো, যোগাযোগ, ব্যবসা, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য— সব ক্ষেত্রে উন্নয়ন গতি আসবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বেশি দিন যে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না, তাও এ দিন কাশ্মীরবাসীকে আশ্বস্ত করেছেন মোদী।