Barak UpdatesIndia & World Updates
মুম্বইয়ের কাছে জলে আটকে পড়ল ট্রেন, যাত্রী উদ্ধারে এসডিআরএফ
২৭ জুলাইঃ রাতভর এত বৃষ্টি হয়েছে যে মহারাষ্ট্রের বদলাপুর থেকে পরের স্টেশন ওয়াঙ্গানিতে যেতেই পারেনি মহালক্ষ্মী এক্সপ্রেস। এক হাজারের বেশি যাত্রী নিয়ে দাঁড়িয়ে পড়তে হয় মাঝপথে। লোকালয়হীন এলাকায় যাত্রীদের উদ্ধার করতে পরে রওনা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) জওয়ানরা। গিয়েছে নৌকা, হেলিকপ্টারও। মধ্য রেলওয়ে অবশ্য বিকেলে জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে মোট এক হাজার ৫০ জন যাত্রীর সবাইকেই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্য রেলওয়ের তরফে টুইট করা হয়েছে, বরনাথ, বদলাপুর ও ভাঙ্গানির মধ্যে উল্লাস নদীতে জলোচ্ছ্বাসের ফলে কল্যাণ থেকে কারজাত বা খোপোলির মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে মুম্বই ও তার লাগোয়া অন্য এলাকাগুলিতে ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক।
English text here