Barak UpdatesBreaking News

ফুঁসছে বরাক, শুক্রবার সকালেই অতিক্রম করতে পারে বিপদসীমা
Water level rising in Barak, likely to cross danger level by Friday morning

১১ জুলাই : গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে বরাকের সব নদীতেই জলস্ফীতি দেখা দিয়েছে। বিশেষ করে পাহাড়ে বৃষ্টি হওয়ার জন্যই নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। বরাক উপত্যকার নদীগুলো এখনও বিপদসীমা অতিক্রম না করলেও জল যে হারে বাড়ছে, তাতে শুক্রবার সকালে নদীগুলো বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বরাক ও তার শাখা নদীগুলোর জলে ইতিমধ্যেই বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর ছিল ১৭.০৮ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে হয়েছে ১৭.৪১ মিটার। দুপুর দুটোয় জলস্তর ১৭.৬৮ মিটার। বিকেল চারটায় তা বেড়ে হয়েছে ১৭.৮৫ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার।

জল সংমন্ডল বিভাগ জানিয়েছে, বর্তমানে ঘন্টায় ১২ থেকে ১৫ সেন্টিমিটার করে নদীর জল বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী চার দিন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। ফলে শুক্রবার সকালে অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতে পারে। বৃহস্পতিবারও অন্নপূর্ণাঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জল বাড়লে শুক্রবার ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ব্রহ্মপুত্রের জলে উজান অসমের বহু এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। বন্যা পীড়িতদের নিরাপদ আশ্রয়ে শিবিরগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর জেলা। এই জেলার প্রায় ৫০ হাজার মানুষ বানভাসি হয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker