Barak UpdatesHappenings

হাতি লাগিয়ে সরিয়ে দেওয়া হল রজনীখালের ৮২ পরিবারকে
Elephants used in eviction of 82 families at Dholai

৭ জুনঃ ১৫টি হাতি লাগিয়ে সরিয়ে দেওয়া হল ধলাইর রজনীখালের ৮২টি পরিবারকে। কয়েক দশক ধরে তারা সংরক্ষিত বনাঞ্চলের ওই অংশ বসবাস করছিলেন। বেশ কিছু পরিবার দালানবাড়িও তৈরি করে নিয়েছিলেন। তবে একে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। বনবিভাগ আগে থেকেই নোটিশ পাঠিয়েছিল হাওয়াইথাং রেঞ্জের রজনীখালের প্রতিটি পরিবারে। সঙ্গে হাতি আনা, রক্ষী মোতায়েন সবই চলছিল সকলের চোখের সামনে। ফলে কান্নাকাটির মধ্যেই সবাই নিজেদের সামগ্রী সরিয়ে নেন। বৃষ্টিপাতের দরুন তাদের অবশ্য বেশ সমস্যায় পড়তে হয়।

কাছাড়ের ডিফও সান্নিদেও চৌধুরী জানিয়েছেন, জেলায় বনবিভাগের প্রচুর জমি বেদখল হয়ে আছে। সেইসব জমি পুনরুদ্ধারে তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই প্রথম ধাপে রজনীখালের উচ্ছেদ অভিযান। দফায় দফায় তা চলবে।

রজনীখালের বাসিন্দারা এই অভিযানের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেন। তাদের কথায়, পঞ্চায়েত নির্বাচনের সময় পরিমল শুক্লবৈদ্যর সমর্থকরা বিজেপিকে ভোট দিতে ভোট বলেছিল। কিন্তু জিতেছে কংগ্রেস। এর পরেই উচ্ছেদ অভিযানের ছক কষা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker