India & World UpdatesBreaking News

নির্বাচনের সময় আসামে ১৩ কোটি অবৈধ অর্থ উদ্ধার, দেশে ৮৩৬ কোটি
Rs.13 crore recovered from Assam during polls, 836 crore from all-India

২০ মে : এ বার নির্বাচনের সময় আসামের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া অবৈধ অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে গত ১৭ মে পর্যন্ত গোটা দেশে উদ্ধার করা হয়েছে ৮৩৬ কোটি ৭০ লক্ষ টাকা। এই সময়ের মধ্যে আসামে উদ্ধার হওয়া মোট অর্থের পরিমাণ ১৩ কোটি ৫ লক্ষ টাকা। এরমধ্যে বেআইনি হিসেবে প্রমাণিত ১ কোটি ৭৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আসামের ক্ষেত্রে এটি একটি সর্বকালীন রেকর্ড।

Rananuj

এ পর্যন্ত সমগ্র দেশে উদ্ধার হওয়া নগদ অর্থ, সোনা, রুপা, মদ, মাদকদ্রব্য সহ বিভিন্ন সামগ্রীর আর্থিক পরিমাণ ৩৪৩৯ কোটি ৩৮ লক্ষ টাকা। সাধারণত নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রলোভনের আশ্রয় নিয়ে থাকে। নগদ অর্থরাশি ছাড়াও বিভিন্ন সামগ্রী দিয়ে ভোট ক্রয় করার প্রচেষ্টা চালিয়ে থাকে দলগুলো। এ বার এই প্রলোভনের রাজনীতি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, আসামের ঠিক পরেই অরুণাচল প্রদেশের উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৭ কোটি ৪ লক্ষ টাকা। তবে উত্তর-পূর্বের আটটি রাজ্যের মধ্যে মদ ও মাদকদ্রব্য মিলে শীর্ষস্থানে রয়েছে মনিপুর। নির্বাচনের সময় এ রাজ্য থেকে মোট ৪৪ লক্ষ টাকার মদ এবং ৩১ কোটি ৯৬ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এক্ষেত্রে আসাম দ্বিতীয় স্থানে রয়েছে। আসামে মোট ১ লক্ষ ৭৭ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য ১ কোটি ৫১ লক্ষ টাকা। এছাড়া এ রাজ্য থেকে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের ১১৬৬ কিলোগ্রাম মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মদ ও মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। নির্বাচন কমিশন এ পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলোর থেকে নগদ অর্থরাশি, মদ, মাদকদ্রব্য, অলংকার ইত্যাদি মিলিয়ে মোট ৭২ কোটি ৯৭ লক্ষ টাকা জব্দ করেছে। এর মধ্যে নগদ অর্থরাশির পরিমাণ ২৩ কোটি ৬৩ লক্ষ টাকা।

অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ব্যাপক অবৈধ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মদ ও মাদকদ্রব্য উদ্ধারে ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব। এই রাজ্যটি থেকে ২১৮ কোটি ৪৬ লক্ষ টাকার মাদকদ্রব্য, ১০ কোটি ৯ লক্ষ টাকার মদ, ২২ কোটি ৫৬ লক্ষ টাকার সোনা ও ৩২ কোটি ৫৩ লক্ষ নগদ অর্থরাশি উদ্ধার করা হয়েছে।

নির্বাচনের সময় আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে উদ্ধার হওয়া নগদ অর্থরাশির পরিমাণ এরকম : আসামে ১৩ কোটি ৫ লক্ষ টাকা, অরুণাচল প্রদেশে ৭ কোটি ১৪ লক্ষ টাকা, মনিপুরে ১ কোটি ১৫ লক্ষ টাকা, মেঘালয়ে ৭২ লক্ষ টাকা, নাগাল্যান্ডে ৯২ লক্ষ টাকা, ত্রিপুরায় ৪১ লক্ষ টাকা এবং সিকিমে ১৪ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker