NE UpdatesBarak UpdatesBreaking News

চারদিনের জাটিঙ্গা উৎসবের রবিবার উদ্বোধন
Inauguration of 4-day Jatinga Festival on Sunday

১৭ অক্টোবরঃ পর্যটক টানতে ফের জাটিঙ্গা উৎসব করার পরিকল্পনা নিয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। রবিবার উদ্বোধন হবে চারদিনের উতসবের। তাতে থাকবে ডিমা হাসাও জেলার পরম্পরাগত লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান। হবে জাতি-জনজাতির খাবারের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।

পরিযায়ী পাখির জন্য জাটিঙ্গা পর্যটকদের কাছে পরিচিত নাম। সেখানে এখন পাখি আসা শুরু হয়ে গিয়েছে। শীত পড়লে তা বেড়ে যাবে। সাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে দল বেঁধে পাখিরা জাটিঙ্গাতে এসে নামে। বেশ কয়েক বছর ব্যাপক হারে পক্ষীনিধনের দরুন এখন অনেকটা কমে গিয়েছে। পাখিরা সেখানে আত্মহত্যা করে বলে চর্চা চলছিল। পরে ধরা পড়ে, রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে রেখে পাখিদের সেদিকে আকৃষ্ট করা হতো। কাছাকাছি এলে তাদের মারা হতো।

এখন প্রশাসন সে দিকে সতর্ক দৃষ্টি রাখছে। এ ছাড়া, জাটিঙ্গার পরিবেশও বড় মনোরম। চারদিকে বড়াইল পাহাড় আর সবুজ বনানী। এর মধ্যে ঝাঁকে ঝাঁকে পাখির আগমন প্রত্যক্ষ করে পর্যটকরা শিহরণ বোধ করেন। স্বশাসিত পরিষদের আশা, উতসবের মাধ্যমে জাটিঙ্গার নাম দেশবিদেশে আরও ছড়িয়ে পড়বে। বাড়বে পর্যটক সংখ্যা। সমৃদ্ধ হবে অর্থনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker