Barak UpdatesBreaking News

ভোট শেষে জোট বাঁধল সিপিএম-এসইউসি, ডিসি-কে স্মারকপত্র
Post-poll alliance formed between CPM-SUCI, submits memorandum to DC

৩০ এপ্রিলঃ লোকসভা নির্বাচনে সিপিএম, সিপিআই বা সিপিআইএমএল এ বার শিলচরে প্রার্থী দেয়নি। দিয়েছিল এসইউসিআই। কিন্তু বাম দলগুলি ভোটের সময় অ-বিজেপি ভোট বিভাজন রোখার আহ্বান জানিয়ে মূলত এসইউসিআই প্রার্থীর বিরোধিতা করেছিল। ভোট শেষ হতেই সবাই আবার জোট বেঁধেছে। মঙ্গলবার সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল) লিবারেশন এবং এসইউসিআই দলবদ্ধভাবে কাছাড়ের জেলাশাসকের সঙ্গে সাক্ষাত করে। সঙ্গে ছিল হিউম্যানিটি ফাউন্ডেশন এবং বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটি সহ বেশ ক-জন সচেতন নাগরিক। তাঁরা স্মারকলিপি দিয়ে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জালেঙ্গার স্কুলশিক্ষক কর্তৃক একই স্কুলের ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনার তদন্ত ক্রমে দোষীর শাস্তি প্রদান করতে হবে । ঘটনার সঙ্গে জড়িত ছাত্রী, শিক্ষক ভিন্ন ধর্মীয় গোষ্ঠীর হওয়ায় কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি এলাকায় উত্তেজনা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। ঘটনার সাথে জড়িত শিক্ষক বর্তমানে জেলে রয়েছেন। আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে আদালত তার উপযুক্ত শাস্তি প্রদান করবে । কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি, সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াসকে কড়া হাতে প্রশাসনকে রুখতে হবে।

জেলাশাসক লায়া মাদ্দুরিকে এ-ও বলা হয় যে, কিছুদিন পূর্বে শিলচর প্রেমতলায় জনৈক দোকান কর্মচারীকে কতিপয় সাম্প্রদায়িক মদতপুষ্ট দুষ্কৃতী হেনস্থা করে । এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীকারীদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান তারা ।

এই প্রতিনিধি দলে ছিলেন সিপিএম জেলা সম্পাদক দুলাল মিত্র, এসইউসিআই জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সিপিআই নেতা রফিক আহমেদ, সিপিআই ( এম এল ) লিবারেশন দলের জেলা সম্পাদক হায়দার হুসেন চৌধুরী , হিউম্যানিটি ফাউন্ডেশন এর আহ্বায়ক শিহাব উদ্দিন আহমেদ, বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটির পক্ষে নেহারুল আহমেদ মজুমদার , সিআইটিইউ জেলা সভাপতি চুনীলাল ভট্টাচার্য ও সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, প্রাক্তন পুরকমিশনার সাধন পুরকায়স্থ, এআইইউটিইউসি’র জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথ, সি পি আই ‘র পক্ষে নীতিশ দে ও অঞ্জন দাস, শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, এআইসিসিটিইউ ‘র পক্ষে অসীম নাথ , এআইডিএসও’র আসাম রাজ্য কমিটির সহ সভাপতি হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker