Barak UpdatesHappeningsBreaking News
শিলচর বিমানবন্দরে বিদ্যুত প্যানেলে আগুন, আতঙ্কে ছুটলেন যাত্রীরা
শিলচর বিমানবন্দরে আজ বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত। ভোরে আগুন ধরে যায় বিদ্যুতের স্যুইস প্যানেলে। বিমানবাহিনীর দমকল কর্মীরা ছুটে গিয়ে দ্রুত আগুন আয়ত্ত্বে আনেন। এর পরও ধোঁয়ায় ঢেকে থাকে দীর্ঘ সময়। বিভাগীয় সূত্রে দাবি করা হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা যাত্রীদের টার্মিনাল থেকে বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যান। তাতে কারও কোনও ক্ষতি হয়নি। ঘণ্টা দেড়েক পরে তাঁদের ফের ভেতরে ঢোকার অনুমতি মেলে। তবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় হাতে লিখে বোর্ডিং পাস দেওয়া হয়। জেনারেটর চালিয়ে যাত্রীদের লাগেজ এক্স-রে সহ নিরাপত্তা সংক্রান্ত কাজকর্ম করতে হয়। এর দরুন এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেটের যাত্রীদের নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে শিলচর থেকে উড়তে হয়।
এয়ারপোর্ট ডিরেক্টর সি এল ইন্ডি জানিয়েছেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ভোর ৫টা ১৫ মিনিট আগুন লাগায় একদিকে যেমন দ্রুত নজরে এসেছে, তেমনি শিলচরের একমাত্র টার্মিনালটি যাত্রীতে ঠাসা ছিল না। আরও আগে লাগলে টের পেতে গিয়েই ভষ্মীভূত হয়ে যেত অনেকটা। পরে লাগলে ছোট্ট টার্মিনালে ছুটোছুটিতে যাত্রীদের জখম হতে হতো। নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া যাত্রীদের নিয়েও সমস্যা বাড়ত। দিনের প্রথম বিমানটিকে নামাতে গিয়েই মুশকিল হতো।
শিলচরের রানওয়েতে রাতে কোনও বিমান থাকে না। প্রথমটি আসে সকাল ৭টায়। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার বিমান। দ্বিতীয়টি এর ৩৫ মিনিট পরে নামে। কলকাতা থেকে স্পাইস জেট। প্রথমটি ৭টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে ওড়ে। দ্বিতীয়টি যায় গুয়াহাটিতে, ৭টা ৫৫ মিনিটে। আজ সবকটি বিমান নিজস্ব গতিতেই রানওয়ে স্পর্শ করে। তবে ওড়ার ক্ষেত্রে প্রথম দুটি বিমানের ঘণ্টাদেড়েক দেরি হয়। এর প্রভাবে বেলা ১.১৫টার স্পাইস জেটের কলকাতাগামী বিমানও নির্ধারিত সময়ে উড়তে পারেনি।