Barak UpdatesHappeningsBreaking News
তিন মাসের মধ্যে শুরু হবে উড়াল সেতুর কাজ, ঘোষণা কৌশিকের

ওয়েটুবরাক, ১৪ মার্চ: আগামী তিন মাসের মধ্যে শিলচরে উড়াল সেতু নির্মাণের কাজ শুরু হবে। সেজন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিলচরে বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই। তিনি বলেন, প্রথমে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে। পরে হবে ক্যাপিটাল পয়েন্ট থেকে রামনগর।
কৌশিক বলেন, ২০১৫ সালে নির্বাচনী প্রচারের সময় আমরা শহরের যানজট নিরসনে উড়াল সেতুর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে থেকে আমাদের স্বপ্ন ও স্বপ্নপূরণের প্রয়াস ছিল। এখন যে এর বাস্তবায়ন হতে চলেছে, সে জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পূর্ণ কৃতিত্ব দেন। বলেন, তিনিই আমাদের স্বপ্ন পূরণে উঠেপড়ে লাগেন। প্রকল্প ঘোষণা, অর্থ বরাদ্দ, দরপত্র আহ্বান সবকিছু তিনি নিজে তদ্বির করেন।
জেলা সভাপতি রূপম সাহাকে পাশে বসিয়ে মন্ত্রী কৌশিক জানান, শিলচরে মিনি সচিবালয় নির্মাণের দাবি ছিল আমাদের। সে ভাবেই কাজ চলছিল। কিন্তু এ বার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মিনি সচিবালয় নয়, শিলচরে সচিবালয়ই হবে। একে গোটা বরাক উপত্যকার মানুষের বড় প্রাপ্তি বলে দাবি করেন কৌশিক।