NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কালাইন রাতাছড়ায় বোলেরো দুর্ঘটনায় চালক সহ হত ৩
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি: কাছাড় জেলার কালাইনের রাতাছড়ায় সড়ক দুর্ঘটনায় চালক-সহ ৩জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার শেষরাতে মেঘালয়ের সীমা পেরিয়ে আসামে ঢুকতেই চার যাত্রীকে নিয়ে বোলেরো গাড়ি খাদে গড়িয়ে পড়ে। নিহত চালক সোনাবাড়িঘাটের জবির হোসেন চৌধুরী। দুই যাত্রীর পরিচয় মেলেনি । অন্য দুই যাত্রীকে উদ্ধার করে মেঘালয়ের উমকিয়াং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়েই প্রচণ্ড শীত উপেক্ষা করে বিএসএফ জওয়ানরা উদ্ধার অভিযানে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দারাও হাত লাগান। গাড়িটি গুয়াহাটি থেকে আইজলের উদ্দেশে রওয়ানা হয়েছিল।