India & World UpdatesHappeningsBreaking News

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট গ্রেফতার

ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি: দক্ষিণ কোরিয়ার  প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।

Rananuj

গত মাসের শুরুতে সামরিক আইন জারি নিয়ে দেশটিতে কয়েক সপ্তাহের রাজনৈতিক অচলাবস্থার পর বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ দিন ভোর থেকে তিন হাজারের বেশি পুলিশ তার বাসভবন ঘিরে রাখে। পরে আত্মসমর্পণ করেন তিনি।

“আজ আমি যখন তাদের দমকল বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেখলাম, তখন আমি সিআইওর তদন্তে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিই। এটি একটি অবৈধ তদন্ত, তারপরও রক্তপাত এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছি।” বললেন ইউন।

ইউনই দেশটির প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি গ্রেফতার হলেন। বিদ্রোহের অভিযোগে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হলেও ইউন তা অগ্রাহ্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ৩ জানুয়ারিই তাঁকে গ্রেফতারের চেষ্টা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়।

ইউনপন্থীরা বলেছেন, তাঁকে আটক করার চেষ্টা ‘অবৈধ’, তাকে ‘প্রকাশ্যে অপমান করার জন্য’ এই পথ বেছে নেওয়া হয়েছে। ইউনকে নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

প্রেসিডেন্ট ইউন ৩ ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারি করে সবাইকে হতভম্ব করে দেন। জনগণ ও পার্লামেন্টের চাপে ছয় ঘণ্টা পর সামরিক আইন তুলে নিলেও দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটে পড়ে যায়।

এই সামরিক আইন জারিকে কেন্দ্র করে ১৪ ডিসেম্বর পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউনকে ভর্তসনা করে। ভর্তসিত হওয়ার পর তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এখন একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক কাজ চালিয়ে নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker