Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মহর্ষি বিদ্যামন্দিরে জ্ঞান যোগ দিবস পালন
ওয়েটুবরাক, ১২ জানুয়ারি : মহর্ষি মহেশ যোগীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন করল শিলচর মহর্ষি বিদ্যামন্দির। প্রতি বছর এই দিন জ্ঞান যোগ দিবস হিসেবে পালন করা হয়। এবারও ব্যতিক্রম ছিল না। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যামন্দিরে উদযাপিত হয় দিনটি। এ উপলক্ষে সমবেত ধ্যান, আলোচনা, সংগীতানুষ্ঠান ছিল অনুষ্ঠানমালায়। দিনটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সারগর্ভ বক্তব্য পেশ করেন শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষা শমিতা দত্ত, শিক্ষক বীরেশ্বর ভট্টাচার্য গ্রন্থাগারিক কনোজ সোম প্রমুখ। মহর্ষি গ্রুপ অব ইনস্টিটিউশনের চেয়ারম্যান ব্রহ্মচারী গিরিশের বার্তা পড়ে শোনান শিক্ষিকা মালবিকা সেন।
ডিভোশনাল গান পরিবেশন করেন অদিতি ভট্টাচার্য, গোপা রায়, বেবি সেন, সুস্মিতা সেন, গোবিন্দ বণিক, অর্ঘরাজ ভট্টাচার্য, জয়া ভট্টাচার্য, লাখি বৈদ্য ও বর্ণালী পুরকায়স্থ। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন শতাক্ষী ভট্টাচার্য।