India & World UpdatesHappeningsBreaking News
মালদায় বাংলাদেশের পাচারকারীরা আক্রমণ করল বিএসএফকে
ওয়েটুবরাক ১২ জানুয়ারি: ত্রিপুরার পর এবার মালদা। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, আত্মরক্ষায় গুলি চালাতে হয় তাদের।
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে খবর, শুক্র ও শনিবারের মধ্যরাতে মালদার কালিয়াচকে নওদা সীমান্তে হামলার ঘটনা ঘটে। বাংলাদেশি চোরাচালানকারীদের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল ১১৯ নম্বর ব্যাটালিয়নের প্রহরারত জওয়ানদের ওপর হামলা চালায়। জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়।
বাংলাদেশি দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে দু’রাউন্ড গুলি চালায় বিএসএফ। তাতেও কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। যদিও তাতে হতাহতের কোনও খবর মেলেনি। অন্ধকার ও আমবাগানের সুযোগ নিয়ে গা ঢাকা দেয় হামলাকারীরা। ঘটনাস্থল থেকে প্রচুর ফেনসিডিল, ধারালো অস্ত্র ও একটি হাই বিম টর্চ উদ্ধার করা হয়েছে।
এর আগে, ত্রিপুরার উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনেদুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছিলেন জওয়ানরা। তাঁদের আগ্নেয়াস্ত্র কেড়ে, ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয়।