NE UpdatesHappeningsBreaking News
উমরাংশুর কয়লাখনি থেকে আরও ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
হাফলং, ১১ জানুয়ারি : উমরাংশুর তিনি কিলোর কয়লাখনি থেকে শনিবার সকালে আরও ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে সকাল ৭-৩৫ মিনিটে কয়লাখনি থেকে আরও এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফ ও সেনা জওয়ানরা। তার কিছু সময় পর পাওয়া গেল আরও এক শ্রমিকের মৃতদেহ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে অভিশপ্ত এই কয়লাখনি থেকে।
শনিবার সকালে উদ্ধার হওয়া প্রথম মৃতদেহটি উমরাংশুর লিজেন মগর নামের এক শ্রমিকের বলে জানা গেছে। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। বাড়ি কালামাটি গ্রামে। সকালে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর দুপুরের দিকে আরও দুজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। তবে এঁদের পরিচয় এখনও জানা যায়নি। বাকি ৫ শ্রমিকের খোঁজে উদ্ধার অভিযান চলছে।