Barak UpdatesHappeningsCultureBreaking News

৮ ফেব্রুয়ারি ভাবীকালের নাটক, একমাস আগে হলো পোস্টার উন্মোচন

ওয়েটুবরাক, ১১ জানুয়ারি: ভাবীকাল সংস্থার আগামী নাটক, কিংবদন্তী নাট্যকার বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ মঞ্চস্থ হবে আগামী ৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, স্থানীয় বঙ্গভবন প্রেক্ষাগৃহে । নাটকটি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ‘এ মাসের নাটক’ সূচির অন্তর্গত।

Rananuj

গত ৮ জানুয়ারি ভাবীকালের দাসকলোনি স্থিত মহড়া কক্ষে এই ‘বাকি ইতিহাস’ নাটকটির পোস্টার উন্মোচন করা হয়। শহরের বহু বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাটকটির পরিচালক শান্তনু পাল জানান, ভারতবর্ষের কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষে ভাবীকালের শ্রদ্ধার্ঘ বাদল সরকারেরই নাটক ‘বাকি ইতিহাস’। ভারতবর্ষের অ্যাবসার্ড নাটকের অন্যতম পথিকৃৎ বাদল সরকারের লেখা নাটক ‘বল্লভপুরের রূপকথা’ ১৯৯০ সালে ভাবীকাল মঞ্চস্থ করে।

৮ জানুয়ারির সভায় উপস্থিত ছিলেন কোরাসের বিশ্বজিৎ দাস, নাট্যকর্মী সুবীর কুমার (মণি) ভট্টাচার্য, সায়ন বিশ্বাস, সুব্রত রায় শম্ভু প্রমুখ। ছিলেন ভাবীকালের কার্যকরী কমিটির সভাপতি রঞ্জন দাস ও সপ্তরাজ রঙ্গ উৎসবের চেয়ারম্যান শান্তনু দাস। নাটকটির অভিনেতা-অভিনেত্রীদের সবাইও সভায় উপস্থিত ছিলেন।

সপ্তরাজ রঙ্গ উৎসবের চেয়ারম্যান শান্তনু দাস স্বাগত বক্তব্য রাখেন। নাট্যকর্মী বিশ্বজিৎ দাস বাদল সরকারের নাটক নিয়ে কথা বলেন। বিশেষত ‘বাকি ইতিহাস’-এর মত একটি শক্ত নাটক হাতে নেওয়ার জন্য ভাবীকালকে সাধুবাদ জানান।

নাট্য অভিনেতা সুব্রত রায় শম্ভু এই নাটকের প্রচার এবং প্রসারের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করার জন্য বলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাদল সরকারের জন্ম শতবর্ষে এই নাটকটি প্রযোজনা করার জন্য। তিনি আগামী ৮ ফেব্রুয়ারি বঙ্গভবনে উপত্যকার সমস্ত দর্শকদের উপস্থিতি কামনা করেন।ভাবীকালের সভাপতি রঞ্জন দাসও সবার সার্বিক সহযোগিতা এবং নাট্যপ্রযোজনার দিন উপস্থিত থাকার আবেদন জানান।

নাট্যকর্মী পরিচালক সায়ন বিশ্বাস বলেন, এমন একজন কিংবদন্তি নাট্যকারের জন্মশতবর্ষে তাঁর নাটক ‘বাকি ইতিহাস’ মঞ্চস্থ করার পরিকল্পনা ও প্রয়াসকে কুর্নিশ। তিনিই এই নাটকের‌ পোস্টারটি ডিজাইন করেছেন।

অভিনেতা পরিচালক সুবীর ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বাদল সরকারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বরিষ্ঠ সাংবাদিক ও দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার স্বত্বাধিকারী তৈমুর রাজা চৌধুরী সভায় উপস্থিত থাকতে পারেননি। বার্তা পাঠিয়েছেন, বাদল সরকারের জন্ম শতবর্ষে তাঁর  লেখা কালজয়ী নাটক ‘বাকি ইতিহাস’ ভাবীকালের হাত ধরে সফল মঞ্চায়ন হবে এবং সকলের উপস্থিতিতে এই নাটকটি এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তিনি বলেন, চল্লিশ বছর পেরিয়ে আসা একটি নাট্য দল (ভাবীকাল) এমন কাজ হাতে নিতেই পারে। সারা দেশে যখন বাদল সরকারের জন্ম শতবর্ষ পালন করা হচ্ছে বিভিন্নভাবে আমাদের শহর শিলচরও‌ পিছিয়ে নেই, তার উদাহরণ ভাবীকালের এই প্রয়াস। তাছাড়া এই নাটকটি ভারতবর্ষের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচির অন্তর্গত, আমাদের আসাম বিশ্ববিদ্যালয়েও বাংলা বিভাগে ‘বাকি ইতিহাস’ পাঠ্যসূচির অন্তর্গত।

নাটকটির পরিচালক শান্তনু পাল জানান, এই নাটক নিয়ে ইতিমধ্যে নাটক পাঠের আসর ও আলোচনা হয়েছে। তাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। প্রসঙ্গত, এই নাটকে তিনিও অভিনয় করছেন। এছাড়া এই নাটকে  অভিনয় করছেন অনিন্দ্য সেন, সায়ন্তনি পাল,শর্মিলা দত্ত, মনোজ ব্যানার্জি, শিবম দাস, সৌম্য দাস দ্রোহদীপ ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker