India & World UpdatesHappeningsBreaking News
তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ ভক্তের মৃত্যু
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি: তিরুপতি মন্দির নামে বিখ্যাত, অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। ওই মন্দিরে ঢোকার জন্য বিনা মূল্যে টিকিট সংগ্রহ করতে কয়েক হাজার মানুষ হুড়োহুড়ি শুরু করলে এই ঘটনা ঘটে।
১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়কে তিরুপতি মন্দির পরিদর্শনের জন্য শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে। তাই সেখানে ঢোকার জন্য আগেভাগেই টিকিট সংগ্রহের চেষ্টা করছিল মানুষ।
পুলিশ জানিয়েছে, আজ থেকে টিকিট দেওয়ার জন্য আগে থেকেই কাউন্টার প্রস্তুত করেছিল রাজ্য কর্তৃপক্ষ। কিন্তু মন্দিরের কয়েক কিলোমিটার আগে এই দুর্ঘটনা ঘটে যায়।
ডিস্ট্রিক্ট কালেক্টর এস ভেঙ্কটেশ্বর সাংবাদিকদের বলেন, ‘ফটক খোলার পরই এই পদপিষ্টের ঘটনা ঘটে। প্রায় ২ হাজার ৫০০ মানুষ হুড়োহুড়ি করে ওই ফটক দিয়ে ঢোকার চেষ্টা করে। সে সময় কয়েকজন পড়ে যান।’ তিনি আরও বলেন, এখনও পদপিষ্টের ঘটনার কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
২০০ বছরের পুরোনো এই মন্দিরে ঢোকার জন্য টিকিটপ্রতি সাধারণত ৩০০ টাকা করে নেওয়া হয়। এসব টিকিট অনলাইনে বিক্রি হয়। এ বার বিনামূল্যে কিছু টিকিটের ব্যবস্থা করতেই তা সংগ্রহ করতে আগে থেকেই মানুষ কাউন্টারের কাছে জড়ো হয়েছিলেন এবং একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি।
মন্দিরটির তদারকির দায়িত্বে আছে তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি) ট্রাস্ট। এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে। কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে তারা।