Barak UpdatesHappeningsBreaking News
সৰ্বাঙ্গীন বিকাশের বাৰ্তা দিয়ে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে যোগ কৰ্মশালা নিরাময়ের
ওয়ে টু বরাক, ২৫ ডিসেম্বর : এসএসএ কাছাড়ের অধীন আলমবাগ সংলগ্ন কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে যোগ কৰ্মশালা করল ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন (আইওয়াইএ) ও ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান। ২৫ ডিসেম্বর বুধবার সংস্থানের ‘যোগ চেতনা অভিযান’-এর অন্তৰ্গত হয় এই কৰ্মসূচি। শতাধিক পড়ুয়া অংশ নেয় এতে।
এ দিন সকালে নিরাময়-এর প্ৰশিক্ষক, পদাধিকারী সহ স্বেচ্ছাসেবকদের একটি দল পৌঁছায় বালিকা বিদ্যালয়ে। প্ৰতিষ্ঠানের তরফে তাঁদের স্বাগত জানানো হয়। স্কুলে প্ৰথম এমন কৰ্মশালা পরিচালনায় এগিয়ে আসায় নিরাময়কে সাধুবাদ দেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও প্ৰোগ্ৰাম অফিসার কৃপানু রায় ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের উত্তর-পূৰ্বের জোনাল কো-অৰ্ডিনেটর শতাক্ষী ভট্টাচাৰ্য কৰ্মশালার সাফল্য কামনায় শুভেচ্ছা বাৰ্তা দেন।
বিদ্যালয় কৰ্তৃপক্ষ ও যোগ শিক্ষা সংস্থানের কৰ্মকৰ্তাদের মধ্যে আলোচনা পৰ্ব শেষে দ্বিতীয় পৰ্যায়ে শুরু হয় কৰ্মশালা। প্ৰথম ধাপে যোগ অনুশীলনের গুরুত্ব ও তাৎপৰ্য নিয়ে আলোকপাত করেন নিরাময়ের মুখ্য সংযোজক তথা ডিরেক্টর (কৰ্কাস অ্যান্ড ট্ৰেনিং)। নিয়মিত কুড়ি থেকে ত্ৰিশ মিনিট যোগ প্ৰক্রিয়ার অভ্যাস যে পড়ুয়াদের দিনলিপিতে ইতিবাচক পরিবৰ্তন নিয়ে আনতে পারে, তা যুক্তি দিয়ে বুঝিয়ে দেন তিনি। একইসঙ্গে সৰ্বাঙ্গীন বিকাশে যোগ যে পরিপূরক ভূমিকা আদায় করে, এ কথাও উল্লেখ করেন সংযোজক।
এরপর বৈদিক প্ৰাৰ্থনার মধ্য দিয়ে শুরু হয় কৰ্মশালার মূল পৰ্ব। পরে পৰ্যায়ক্রমে সূক্ষ্ম ব্যায়াম, মুদ্ৰা, আসন, প্ৰাণায়াম– এগুলোর অভ্যাস করানো হয় পড়ুয়াদের। কৰ্মশালায় ডেমনস্ট্ৰেটরের দায়িত্ব পালন করেন নিরাময়ের বিন্দু সিং ও তুলনা দাসপুরকায়স্থ। বলতে হয়, পড়ুয়াদের হাতেকলমে বুঝিয়ে দিতে কোনও খামতি রাখেননি তাঁরা। সমাপ্তি প্ৰাৰ্থনা ও সংকল্পের মধ্য দিয়ে শেষ হয় এ দিনের কৰ্মশালা। আয়োজনকে সফল করে তুলতে বিদ্যালয়ের সুপার পাপড়ি দে, অ্যাকাউন্ট্যান্ট রিয়া বনসালি সহ যোগ শিক্ষা সংস্থানের নিরূপম দাসপুরকায়স্থ, অক্ষর সিং সহ অন্য শিক্ষক-অশিক্ষক কৰ্মচারীরাও সক্রিয় ভূমিকা নেন।
প্ৰসঙ্গত, শিলচর ‘নিরাময়’ যোগ শিক্ষা সংস্থান পিছিয়ে পড়াদের জন্য যোগ চেতনা অভিযানের অন্তৰ্গত প্ৰতি বছর বিনামূল্যে ৭০ থেকে ১০০টি কৰ্মসূচি পরিচালনা করে থাকে। তার মধ্যে ডিওয়াইপিএস, ডিওয়াইপিডব্ল্যু কৰ্মশালা, সচেতনতা অনুষ্ঠান সহ মহিলা ও খুদেদের জন্য বিশেষ সেশন রয়েছে। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের বুধ্বারের কৰ্মশালা কাৰ্যত নিরময়ের এই প্ৰকল্পেরই অঙ্গ।