Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলা বাদ্য শিল্পী সংস্থা পুনর্গঠিত
ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর: কাছাড় জেলা বাদ্য শিল্পী সংস্থা পুনর্গঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুক্কুর আলি মজুমদার ও বাসু শব্দকরকে পুনরায় মনোনীত করা হয়েছে। নতুন কোষাধ্যক্ষ হলেন অজয় শব্দকর। তেইশ সদস্যের কার্যবাহী কমিটি ছাড়াও এ দিন একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে। তাতে রয়েছেন তৈমুর রাজা চৌধুরী, উত্তমকুমার সাহা, মনোরঞ্জন মালাকার, নারায়ণ রাউত ও সুব্রত পাল।
মঙ্গলবার শিলচর শহরের ঘনিয়ালায় কাছাড় জেলা বাদ্য শিল্পী সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যরা বাদ্য শিল্পীদের নানা সমস্যার কথা উল্লেখ করেন। শু্ক্কুর আলি মজুমদার ও বাসু শব্দকর জানান, ওইসব সমস্যা কাটিয়ে ওঠার জন্যই সকলের একজোট হয়ে থাকা প্রয়োজন। সে জন্যই এই সংস্থা গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন চার বছর আগে বাদ্য শিল্পীদের সংঘবদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। তাদের আহ্বানেই অনুষ্ঠিত হয় প্রথম সভা। সেখানে সংস্থার নাম চূড়ান্ত করা হয়েছিল এবং প্রথম কমিটিও গঠিত হয়েছিল। পরবর্তী সময়ে এটি সমিতি হিসেবে নিবন্ধীকৃত হয়।