Barak UpdatesHappeningsCultureBreaking News
শনি-রবিবার শিলচরে ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা
ওয়েটুবরাক, ২৪ ডিসেম্বরঃ এ বারও সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতার আয়োজন করেছে সম্মিলিত লোকমঞ্চ। আগামী শনি ও রবিবার শিলচর নর্মাল স্কুল সংলগ্ন শিশু উদ্যানে সকাল দশটা থেকে দুদিন ব্যাপী ধামাইল কেন্দ্রিক লোকউৎসব অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে লোকমঞ্চের সভাপতি ড. অনুপকুমার রায় জানান, গত দুই বছর ধামাইল নৃত্যের প্রতিযোগিতা কাছাড় জেলায় সীমিত ছিল। এ বার পরিসর বাড়িয়ে একে বরাক ভিত্তিক প্রতিযোগিতা করা হয়েছে। উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থান থেকে মোট চব্বিশটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছে। সাধারণ সম্পাদক ভাস্কর দাস বলেন, শনিবার সকাল দশটায় হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মানবেন্দ্র দত্তচৌধুরী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। রবিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাজীবমোহন পন্থ।
বাংলাদেশের একটি দলকে আমন্ত্রণ করে আনার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে কথাবার্তাও অনেকটা এগিয়েছিল। কিন্তু সে দেশের বর্তমান অস্থির পরিস্থিতির জন্য তা সম্ভব হচ্ছে না বলে ভাস্করবাবু আক্ষেপ প্রকাশ করেন।
সহসভাপতি সুপ্রদীপ দত্তরায় জানান, প্রতিযোগিতায় কোনও ধরনের সিডি বা পেন ড্রাইভ ব্যবহার করা যাবে না। আয়োজকদের তরফে বাংলা ঢোল বাজানোর ব্যবস্থা থাকবে। এর উদ্দেশ্য, ধামাইলের মূল সুরধারাকে ধরে রাখা।
সম্মিলিত লোকমঞ্চের আর এক সহসভাপতি মঙ্গলা নাথ এবং সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসও এ দিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এ ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক কমলেশ দাশ, কোষাধ্যক্ষ ঝিমলি নাথ, যুগ্ম সম্পাদক অঙ্কিতা ভট্টাচাৰ্য, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, স্মৃতি দাস, গৌরী শঙ্কর নাথ, গৌতম সিনহা, বেলা শুক্লবৈদ্য, সঙ্গীতা দাস, জলি শুক্লবৈদ্য, মলি চক্রবর্তী, রাজশ্রী নাথ, রূপা ভৌমিক, জুয়েল নাথ, জলসা নাথ প্রমুখ।