Barak UpdatesHappeningsBreaking News
স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবার আবির্ভাব তিথিতে রক্তদান শিবির শিলচরে
ওয়ে টু বরাক, ১৯ ডিসেম্বর : শ্রীশ্রী১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবা মহারাজজির শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি।
১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবাজি মহারাজ। পাশে ছিলেন কাঠিয়াবাবা আশ্রম পরিচালনা সমিতির সম্পাদক তথা ফোরামের জেলা সভাপতি দেবব্রত পাল, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম প্রমুখ।
এদিনের শিবিরে তিনজন মহিলা সহ ৩৬ জন রক্তদান করেন। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও কাঠিয়াবাবা আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানানো হয়।
এদিন সুষ্ঠুভাবে শিবির পরিচালনায় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল দাস, কোষাধ্যক্ষ অনুপ দত্ত, কেন্দ্রীয় কার্যবাহী সদস্য মধুমিতা নাগ, কাছাড় জেলা কমিটির সহসভাপতি রঞ্জিত মিশ্র, সহ-সাধারণ সম্পাদক দেবালয় ভাওয়াল, কার্যালয় সম্পাদক প্রবালকান্তি বনিক, যুগ্ম সম্পাদক শিবম দাস ও বিজু চন্দ।
শিবিরে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের টেকনিশিয়ান সুপারভাইজর জহিরুল ইসলাম, অনুরাধা দেব, অঞ্জলি সিনহা, মমতা রাজবংশী, শান্ত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ফোরামের প্রত্যেক সদস্য এবং ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংক কর্মীদের উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানানো হয় কাঠিয়াবাবা আশ্রম পরিচালনা কমিটির পক্ষ থেকে।