Barak UpdatesBreaking News
স্বরূপের মনোনয়ন টিঁকল, বরাকে বাতিল নেইNomination of Swarup valid, all 19 nominations valid at Karimganj, 14 valid at Cachar
২৭ মার্চঃ বাইরে তাঁর প্রার্থিত্ব ঘিরে কম হইচই হয়নি। এফআইআর পড়েছে, হয়েছে ম্যাজিস্ট্রেট তদন্তও। কিন্তু মঙ্গলবার মনোনয়ন পত্র পরীক্ষার সময় তাঁর তফশিলি জাতির শংসাপত্র নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। ফলে উতরে গিয়েছেন করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস। সংরক্ষিত এই আসনে মোট ১৯জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সবকটিই আজ টিঁকে গিয়েছে।
কংগ্রেসের টিকিটের জন্য আবেদনের পর থেকেই স্বরূপবাবুর শংসাপত্রটি নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম অভিযোগ করেন দলেরই তফশিলি জাতি সেলের চেয়ারম্যান রমানন্দ দাস। একে পুঁজি করেই স্বরূপ দাসের বিরুদ্ধে মামলা করেন শাহরুল ইসলাম নামে এক ব্যক্তি। হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন। মঙ্গলবার ভেতরে কেউ আপত্তি না করায় এর রিপোর্ট জানার প্রয়োজন পড়েনি।
এ দিকে, শিলচর আসনে মোট ১৪জন মনোনয়ন পত্র জমা করেছিলেন। সেখানেও সবকটি বৈধ বলে গৃহীত হয়েছে। বরাক উপত্যকার দুই আসনেই কংগ্রেস, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে। শিলচরে হিতব্রত রায় ও করিমগঞ্জে লড়ছেন চন্দন দাস। সিপিএম-সিপিআই বরাকে প্রার্থী দেবে না বলে আগেই জানিয়েছে। তবে ফরোয়ার্ড ব্লক এককভাবে দুই আসনেই মনোনয়ন পত্র জমা করেছে।
English text here