Barak UpdatesHappeningsBreaking News
কৌশিক আজ এসেই যাবেন শিলচর বিজেপি অফিস, পরে লক্ষীপুর হয়ে বরসাঙ্গনে
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর: খাদ্য ও গণবণ্টন, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাই আজ বৃহস্পতিবার শিলচরে আসছেন। বুধবার তিনি কলকাতায় রাত কাটান। সেখান থেকে সোয়া আটটায় তিনি কুম্ভীরগ্রাম বিমান বন্দরে অবতরণ করবেন। এরপর সংবর্ধনার জোয়ারে ভেসে চলে আসবেন ইটখোলা স্থিত দলীয় কার্যালয়ে। সেখানে সোয়া নয়টায় তাঁকে সংবর্ধিত করা হবে। সঙ্গে থাকবেন আর এক নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।ওই পর্ব সেরে বারোটায় কৌশিক যাবেন নিজের ভোটারদের কাছে লক্ষীপুরে। রাত কাটাবেন নিজের মূল বাড়ি বরসাঙ্গনে।