Barak UpdatesHappeningsBreaking News
কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব ঘিরে শ্রীভূমিতে ব্যাপক উল্লাস
ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নতুন মন্ত্রীদের নাম প্রকাশ করতেই অকাল দীপাবলি গোটা শ্রীভূমি জুড়ে। সমর্থকদের মধ্য ব্যাপক উল্লাস, উদ্দীপনা। সঙ্গে সঙ্গে শুরু হয় মিষ্টি বিতরণ। বাজিপটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন তাঁর অনুগামী ও দলীয় সমর্থকরা।
ছাত্রাবস্থায় রাজনীতিতে হাতেখড়ি কৃষ্ণেন্দু পালের। শুরুতে ছিলেন কংগ্রেস দলে। ২০১৫ সালে বিজেপির সদস্য হন। ২০১৬ সাল থেকে পরপর দুইবার হন পাথারকান্দির বিধায়ক। কৃষ্ণেন্দু পালের জন্ম ১৯৭৩ সালের ১৭ মে। পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কূপেশ পাল। মায়ের নাম বাণীরানি পাল।